করবুতরের চোখের সমস্যা, চোখে পানি আসা রোগের চিকিৎসা

কবুতরের চোখের সমস্যা, চোখে পানি আসা রোগের চিকিৎসা


কবুতর এর চোখের সমস্যা, চোখে পানি আসা রোগের চিকিৎসা
চোখে পানি আসা কবুতর


আপনারা যারা যারা কবুতর পালন করে তার প্রায় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। করবুতরের চোখে পানি আসা রোগ বা কবুতরের চোখের সমস্যা কবুতর এর এই রোগের চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করা হবে।

প্রথমেই জেনে নেই কবুতরের চোখের সমস্যা বা চোখে পানি আসা রোগের লক্ষণগুলো-

  • কবুতর এর চোখে পানি জমতে দেখা যায়।
  • কবুতরের চোখ এর দুই পাশে আঠালো ময়লা জমতে দেখা যায়। অনেক সময় সাদা আঠালো ময়লা জমে কবুতরের চোখ বন্ধ হয়ে যায়। বাচ্চা কবুতর এর ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে। বাচ্চা কবুতর অনেক দুর্বল হয়ে যায়।
  • অনেক সময় কবুতর ঝিম মেরে বসে থাকে একটি জায়গায়। সে নড়াচড়া কম করে। ঘর থেকে বের হতে চায় না। স্বাভাবিকভাবে চলাফেরা এবং ওড়াউড়ি করা বন্ধ করে দেয়।
  • কবুতর খাবার খাওয়া কমিয়ে দেয়।

কবুতর এর চোখের সমস্যা বা চোখে পানি আসা রোগটি গরম এবং শীতকালের মাঝামাঝি সময়ে বেশি দেখা যায়। তার মানে এই নয় যে এটি বছর এর অন্য কোন সময় হয় না। বছরের যেকোনো সময় এই রোগটির আক্রমণ হতে পারে। তবে হুট করে আবহাওয়া পরিবর্তন হলে এই রোগের আক্রমণ বেশি হয়। যেমন- লাগাতার অনেক দিন বৃষ্টি হলে বাচ্চা কবুতর এর এই রোগ বেশি হয়। আবার শীতের দিনে ও এমন হতে পারে। অর্থাৎ আবহাওয়া পরির্বতন কবুতর এর চোখের সমস্যা র অন্যতম কারন ।




এবার জেনে নেয়া যাক কবুতর এর চোখের সমস্যা হলে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে অর্থাৎ কবুতর এর চোখে পানি আসা রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো -

প্রথমে একদম হালকা উষ্ণ গরম পানিতে ফিটকিরি মিশিয়ে ভালো করে সেই পানি নাড়িয়ে নিতে হবে। তারপর নরম পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে ফিটকিরি মেশানো পানি দিয়ে আক্রান্ত কবুতর এর চোখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কবুতর এর চোখে যদি কোনো আঠালো ময়লা থাকে তা এই সময় বের করে নিতে হবে খুব সাবধানোতার সাথে। চোখের এই কাজটি করার সময় নিজের হাত পরিষ্কার করে নিবেন। এই কাজটি করার সময় খুবই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কবুতর এর চোখে কোন রকম আঘাত না লাগে। দিনে দুইবার সকালে এবং বিকেলে কবুতর এর চোখ এভাবে পরিষ্কার করে দিতে হবে।

এভাবে পরিষ্কার করার পরে নেয়ার পরে চোখের ড্রপ ব্যবহার করতে হবে। নিচে কবুতর এর চোখের ড্রপের নাম গুলো দেয়া হল-

এক। সিপ্রোসিন আই ড্রপ
ব্যবহার বিধি - এক ফোঁটা করে তিন বেলা কবুতর এর দুই চোখে দিতে হবে। ওষুধ টি চলবে টানা সাতদিন। কোনো ভাবেই ওষুধটি একবারও মিস করা যাবে না।

অথবা,

দুই।  অথবা এলকট ডি এস
ব্যবহার বিধি - এক ফোঁটা করে তিনবেলা কবুতরের দুই চোখে দিতে হবে। ওষুধ টি চলবে সাতদিন পর্যন্ত।

কবুতর এর চোখের সমস্যা, চোখে পানি আসা রোগের চিকিৎসা
এলকট আই ড্রপ


উপর এর ওষুধ গুলো ব্যবহারের পরে কাজ না করলে নিচের এই ওষুধটি ব্যবহার করতে পারেন।

ডেক্সনেক্স আই ড্রপ

ব্যবহার বিধি - এক ফোঁটা করে তিন বেলা।

সবগুলো ওষুধ পাওয়া যাবে মানুষের ওষুধের দোকানে।

কবুতর এর চোখের সমস্যা, চোখে পানি আসা রোগের চিকিৎসা
ডেক্সনেক্স আই ড্রপ


চোখের ড্রপ ব্যবহার করার পাশাপাশি কট্রিম ট্যাবলেট (২৫০ এমজি ) অথবা পেনভিক (২৫০ এমজি) অথবা সেফোটিল ট্যাবলেট (২৫০ এমজি ) খাওয়াতে হবে। এই ওষুধ গুলোর মধ্যে যেকোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। এগুলো সব খাওয়ার ঔষধ। সবগুলো ওষুধ পাওয়া যাবে মানুষের ওষুধের দোকানে।

চোখের ড্রপ এবং খাবার ওষুধ এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি, যেমন সিভিট ট্যাবলেট অথবা ভাস্ক ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ভিটামিন সি কবুতর এর চোখের সমস্যা সমাধান এ সাহায্য করে।

ভিটামিন সি হিসেবে প্রাকৃতিক উপাদান লেবু পানি কবুতর কে দিতে পারেন। তবে ছয় ঘন্টা পরে সেই পানি অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। লেবু পানি বানানোর নিয়ম হল – আধা লিটার পানি তে একটা মাঝারি সাইজের লেবু, এক চামচ চিনি এবং এক টেবিল চামচ লবন মিশাতে হবে।

রোগে আক্রান্ত কবুতর যদি নিজে থেকে খেতে না চায় তাহলে অবশ্যই হ্যান্ড ফিডিং করাতে হবে এবং পাশাপাশি রাইস স্যালাইন প্রয়োগ করতে হবে।

রাইচ স্যলাইন বানানোর নিয়ম - রাইচ স্যালাইন ছোট বাচ্চা দের সুজির মত করে চুলায় জাল দিয়ে বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে তিন বেলা। (পাওয়া যাবে মানুষ এর ওষুধের দোকানে)

এবার জেনে নেই কবুতর এর চোখের সমস্যা রোগের কারণ গুলো-

  • কবুতর এর সর্দি এবং কাশি এই রোগ হওয়ার প্রধান কারণ হতে পারে।
  • ময়লা ধুলাবালি এসব এর কারণে কবুতর এর চোখের সমস্যা হতে পারে। এই জন্য কবুতর এর ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে। যে জায়গায় কবুতর থাকে সেই জায়গা বিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • কবুতর এর শরীর থেকে এক ধরনের সাদা ধুলা বের হয় মূলত এই ধূলা চোখে গেলেই কবুতর এর চোখে নানা রকম সমস্যা দেখা দেয়।
  • দীর্ঘদিন কবুতর যদি অপুষ্টিতে ভোগে তার শরীর এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কবুতর সহজেই যে কোন রোগে আক্রান্ত হতে পারে। তাই কবুতর যদি অপুষ্টিতে ভোগে তখন তার চোখ এর সমস্যা হতে পারে। তাই কবুতর কে নিয়মিত পরিষ্কার এবং সুষম খাবার দিতে হবে।
  • কবুতর এর শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব হলে কবুতর এর চোখের সমস্যা হতে পারে। এজন্য কবুতর কে অবশ্যই নিয়মিত ভিটামিন এবং ক্যালসিয়াম এর কোর্স করাতে হবে। কবুতর কে প্রত্যেক মাসে মাসিক কোর্স করাতে হবে। মাসিক কোর্স কবুতর এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কবুতর এর ব্রিডিং এ সহায়তা করে থাকে।


চিকিৎসা প্রদানের সময় আপনাকে যেসব সাবধানতা অবলম্বন করতে হবে -

কবুতর এর চোখের এই রোগটি ছোঁয়াচে তাই আক্রান্ত কবুতর কে অন্য কবুতর থেকে আলাদা করে চিকিৎসা দিতে হবে এবং কবুতর ধরার পরে অবশ্যই সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা যেতে পারে।

আশাকরি আপনার করবুতরের চোখের সমস্যা এবং চোখে পানি আসা এই রোগের চিকিৎসার সমস্যার সমাধান পেয়েছেন। এছাড়াও কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ কবুতর এর খেয়াল রাখবেন। ধন্যবাদ।