কবুতর ডিমে তা না দেয়ার কারণ। ডিম থেকে উঠে যাবার কারন ও সমাধান। কবুতর ডিমে বসেনা?
অনেক খামারি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কবুতর ডিম পারলেও ডিমে বসে না বা ডিমে তা দেয় না। আবার দেখা যায় কিছুদিন ডিমে তা দেওয়ার পরে ডিম থেকে উঠে যায় বা ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। আজকে কবুতর কেন ডিমে তা দেয় না এই সমস্যার কারন বিষয় এ আলোচনা করা হবে এবং এই সমস্যা হলে এ ক্ষেত্রে আমাদের করণীয় ও চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে।
কবুতর ডিম এ না বসা বা ডিম থেকে উঠে যাবার প্রধান কারন গুলো হল-
- এক- অনেক কবুতর একটা ডিম পাড়ার পড়ে দ্বিতীয় ডিম না পারা পর্যন্ত ডিমে বসে না। এতে ভয় পাবার কিছু নেই। দ্বিতীয় ডিম পারলে কবুতর ডিমে বসে যাবে। অনেক কবুতর আছে প্রথম ডিম পারার পরে ডিম এর উপর দাঁড়িয়ে থাকে। যখন সে দ্বিতীয় ডিম পারে তখন দুটো ডিম এক সাথে করে ডিমে বসে। তবে সব কবুতর এমন করে না। কিছু কিছু কবুতর প্রথম ডিম পারার সাথে সাথে ডিম নিয়ে তা দিতে বসে যজায়।দু
- দুই- নিউ এডাল্ট কবুতর বা কবুতর যদি প্রথম বার ডিম পাড়ে তাহলে অনেক সময়ে ডিমে বসেনা। এটি হয়ে থাকে কবুতর এর ডিমে বসার অভ্যাস না থাকার কারণে বা কবুতরটি দ্বিধা দ্বন্দ্বে থাকার কারণে। পরের বার ডিম পারলে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। অর্থাৎ কবুতর যখন ডিম পারা এবং ডিমে তা দেয়া বিষয়টির সাথে পরিচিত হয়ে যাবে তখন আর এমন সমস্যা হবে না।
- তিন- যদি আপনার কবুতর পনের থেকে ষোল দিন ডিমে তা দেয়ার পরে ডিম থেকে উঠে যায়, তাহলে বুঝতে হবে ওই ডিম থেকে আর বাচ্চা ফুটে বের হবে না। তার মানে ডিম টি নষ্ট হয়ে গিয়েছে। অনেক সময় ডিম জমার পরেও ডিম নষ্ট হয়ে যেতে পারে। এর কারন হতে পারে ডিমের আদ্রতা ঠিক মত বজায় না থাকা, ডিমের ভিতর এর শিরা ছিড়ে যাওয়া, দুর্বল বাচ্চা, ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব। ডিম পারার পরে কবুতর কে নিয়মিত গোসল এর পানি দেয়া খুব জরুরি। অনেক সময় অতিরিক্ত গরম এর কারন এ কবুতর এর ডিম জমলেও ডিম নষ্ট হয়ে যেতে পারে।
- চার- অনেক সময় কিছু মাদী কবুতর একা একা ডিম দেয়। ওই ডিমে কবুতর তা নাও দিতে পারে।
- পাঁচ- কবুতর ডিমে তা দেওয়া অবস্থায় যদি কবুতর এর খাঁচা বা জায়গা পরিবর্তন করা হয়, তাহলে অনেক সময়ে কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। তাই ডিম পারার আগেই কবুতর কে একটি নির্দিষ্ট জায়গা করে দিতে হবে যেখানে কবুতর ঠিক মত ডিম বাচ্চা করতে পারে।
- ছয়- আপনার কবুতর টি যদি কোনো কারণে ভয় পায় অর্থাৎ কবুতর যদি চারপাশের পরিবেশে নিজেকে সুরক্ষিত মনে না করে তাহলে ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। এজন্য আপনাকে অবশ্যই খামারে খুব বেশি লোকের আনাগোনা বন্ধ করে দিতে হবে এবং খামারে যাতে বিড়াল ইঁদুর কুকুর এই জাতীয় পশুর আনাগোনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। কবুতর যেখানে ডিম পেরেছে সেখানে কবুতর যদি নিজেকে সুরক্ষিত মনে না করে তখন কবুতর ডিমে তা দেয়া অবস্থায় থাকলেও ডিম থেকে উঠে যেতে পারে।
- সাত- কবুতর এর খাঁচা ছোট হলে বা কবুতর এর বসার হাঁড়ি টি যদি ছোট হয়, তখন কবুতর যদি সেখানে ঠিকভাবে না বসতে পারে তাহলে ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। এছাড়াও কবুতর এর বসার জায়গাটি যদি অমসৃণ হয় তাহলে কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে।
- আট- কবুতর এর শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম এর অভাব হয় তাহলে কবুতর ডিম থেকে উঠে যেতে পারে। অনেক সময় কিছু কবুতর ডিম পারার পরে দুর্বল হয়ে যায় বা খোড়া হয়ে যায়। এই সমস্যাটি হয়ে থাকে কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম না থাকার কারণে। ডিম পাড়ার পরে কবুতরের শরীরে অনেক চাপ পড়ে এবং ভালো খাবার ও ভিটামিন এর অভাবে সে দুর্বল হতে পারে। তাই আপনাকে অবশ্যই নিয়মিত ভাল খাবার দিতে হবে এবং ভিটামিন ও ক্যালসিয়াম এর কোর্স করাতে হবে। কবুতর কে নিয়মত গ্রিট খেতে দিতে হবে। এতে একদিকে যেমন ক্যালসিয়াম এর অভাব পূরন হয় এমনি কবুতর এর খাবার হজম হতে গ্রিট সাহায্য করে থাকে।
- নয়- কবুতর যদি কোন রকম রেস্ট ছাড়াই বিরতিহীন ভাবে ডিম বাচ্চা করে যায় তাহলে অনেক সময় ডিমে তা দিতে চায় না বা ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। এজন্য দুই থেকে তিনবার বাচ্চা নেওয়ার পর অবশ্যই আপনার কবুতর কে রেস্ট দিতে হবে। এতে আপনার কবুতর এর স্বাস্থ্য ভালো থাকবে।
- দশ- আপনি যে ঘরে কবুতর পালছেন বা যে জায়গায় কবুতর রাখছেন সেই জায়গাটি বা কবুতরের ঘরে যদি প্রচন্ড পরিমাণ গরম থাকে তাহলে কবুতর ডিম থেকে উঠে যেতে পারে। আপনাকে অবশ্যই কবুতরের ঘরে পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা রাখতে হবে। কবুতর এর জন্য অতিরিক্ত গরম মোটেই ভাল নয়। বেশি গরম পরলে অবশ্যই কবুতর কে নিয়মিত গোসল এর পানি দিতে হবে সাথে সাথে কবুতর কে স্যালাইন বা লেবু চিনি লবন পানি দিতে হবে। এতে গরমে কবুতর ভালো থাকবে। এই কাজটি ডিম বাচ্চা করার পরেও করা যেতে পারে। এতে কবুতর এর কোন সমস্যা হবে না।
- এগার- দীর্ঘদিন যদি কবুতর কে গোসল না দেয়া হয় তাহলে কবুতর ডিম থেকে উঠে যেতে পারে।
- বার- কবুতর এর গায়ে যদি উকুন বা পোকা হয় তাহলে কবুতর অনেক সময় ডিমে তা দিতে চায় না। তার শরীরের জ্বালাপোড়া বা চুলকানির কারনে। বাজার থেকে কবুতর কিনে আনার পরে অবশ্যই পোকা মুক্ত করে খামার এ প্রবেশ করাতে হবে। কারন কবুতর এর উকুন বা পোকা খুব ধ্রুতই এক কবুতর থেকে অন্য কবুতরে ছড়ায়। তবে আপনি যদি নিয়মিত কবুতর কে গোসল দেন এবং কবুতর এর ঘর নিয়মিত পরিষ্কার করেন তা হলে কবুতর আর পোকা বা মাছি তে আক্রান্ত হবে না।
- তের- কবুতর কে যদি দীর্ঘ দিন খাঁচায় আটকে রাখা হয় তাহলে ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। এজন্য খাচায় কবুতর পালন করলেও মাঝে মাঝে কবুতর ছেড়ে দিতে হবে।