কবুতরের জোড়া মিলানোর উপায়, কবুতর জোড়া দেয়ার উপায়

কবুতরের জোড়া মিলানোর উপায়। কবুতর জোড়া দেয়ার উপায়।

কবুতরের জোড়া মিলানোর উপায়
জোড় মিলানো কবুতর



নতুন কবুতর কিনে আনলে দুটো আলাদা জায়গা থেকে যারা নতুন কবুতর পালে তারা হয়তো জানেনা কিভাবে কবুতর জোর দিতে হয়। এখানে কবুতর কিভাবে খুব সহজ উপায়ে জোর দেয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হবে।

শুধু মাত্র নতুন কবুতর কিনে এনেই যে জোড় দেয়া হয় এমন টি নয়। অনেক সময় কিছু কবুতর ভালো ডিম বাচ্চা করে না। তখন সেই খারাপ ডিম বাচ্চা করা জোরার নর বা পায়রা কবুতর অথবা পায়রি কবুতর কে কোন ভালো ডিম বাচ্চা করা কোনো জোরার নর বা মাদি র সাথে জোর দেয়া হয়। তবে যেভাবেই জোড় দেয়া হোক না কেন কবুতর জোড় মিলানোর খুব সহজ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা হবে।

কিভাবে আপনার কবুতরকে জোর দিবেন?


নতুন কবুতর কিনে আনার পরে কবুতর দুটি পাশাপাশি দুটো আলাদা আলাদা খাঁচা তে রাখতে হবে। কারন দুটো অপরিচিত কবুতর কিনে এনে হুট করে একসাথে রাখা উচিত নয়। এতে কবুতর গুলো মারামারি করে অনেক সময় খুবই খারাপ অবস্থায় চলে যায়। যে দুটো কবুতরকে আপনি জোর দিতে চাচ্ছেন সেই দুটো কবুতর আপনার লফট এ থাকা অন্যান্য কবুতর এর সাথে একসাথে না রাখাই ভালো।

যে কবুতর দুটি কে আপনি জোড় দিতে চাচ্ছেন সেই কবুতর দূটি পাশাপাশি দুটো খাঁচায় এমন জায়গায় রাখতে হবে যেখানে জায়গা টি নির্জন থাকে এবং লোকের আনাগোনা কম হয়। আপনি যে কবুতর এর জোড় দিতে চাচ্ছেন সেই কবুতর টি যদি এর আগে অন্য কবুতর এর সাথে জোর নিয়ে না থাকে তাহলে হয়তো খুব সহজেই জোর নিতে পারে। কিন্তু কবুতর যদি অন্য কবুতরের সাথে জোর আছে এমন অবস্থা থেকে আলাদা করে এনে অন্য কবুতরের সাথে জোর দিতে যাওয়া হয় সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং একটু সময়ের দরকার হতে পারে।

একসাথে যদি অনেক কবুতর রাখা হয় তাহলে আপনি যে কবুতর এর সাথে যে কবুতরটির জোর দিতে চাচ্ছেন সেটি হয়তো নাও হতে পারে। এক্ষেত্রে কবুতর নিজ থেকে যে কোন কবুতর এর সাথে জোড়া নিয়ে নিতে পারে। তাই কবুতর কে অবশ্যই নির্জন জায়গায় রাখতে হবে এবং অন্যান্য কবুতর থেকে দূরে।

খুব তাড়াতাড়ি জোড়া মিলানোর জন্য খাঁচার একপাশ ঢেকে দিতে পারেন। এতে কবুতর বাহির এর জিনিস কম দেখতে পাবে এবং তাড়াতাড়ি জোড়া নিয়ে নিবে। এভাবে কিছুদিন রাখার পরে আপনারা দেখতে পারবেন কবুতর দুটি একজন আরেক জনের কাছে আসতে চাচ্ছে বা নর কবুতর টি মাদী কবুতর কে ডেকে আকর্ষন করার চেষ্টা করছে। তখন আপনি মাদী কবুতর কে নর কবুতর এর খাঁচায় দিয়ে দেবেন এবং জোড়াটি মিলানো হয়ে যাবে।অবশ্যই খেয়াল রাখবেন মাদি কবুতর কে নর এর খাঁচায় দিতে হবে। নর কবুতর কে মাদির খাঁচাতে নয়।

কবুতর কত দিনে জোর নেয়?


অনেক কবুতর জোর নিতে হয়ত অনেক সময় হয়তো বেশি সময় লেগে যেতে পারে। তবে সাধারণত এক সপ্তাহের মধ্যেই এই নিয়মে রাখলে কবুতর জোড়া নিয়ে নেয়। তবে কবুতর ভেদে এই সময় বেশি হতে পারে। কিছু কবুতর জোর নিতে এক মাস পর্জন্ত সময় নেয়। কখনোই জোড়া না মিলিয়ে একটি খাচায় দুটো কবুতর কে রেখে জোর মিলানোর চেষ্টা না করা ভাল। অনেক সময় কবুতর একজন আর একজন কে ঠুকরিয়ে আহত করে দিতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে।

যারা ছেড়ে কবুতর পালে তাদের ক্ষেত্রে কবুতর এর জোড়া মিলানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। তখন কবুতর নিজের ইচ্ছামত জোর নিয়ে নেয়। ফলে এদের থেকে ফাটা বাচ্চা জন্ম নেয়। আপনি যদি নির্দিষ্ট কোন কবুতর এর সাথে আপনার কবুতর এর জোড় মিলাতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এতে করে আপনি খুব সহজেই কবুতর জোর মেলাতে পারবেন।

এবার আমি পুরো বিষয়টি আবার সংক্ষেপে বলছি-

  • এক- একটি নির্জন জায়গায় পাশাপাশি দুটি খাঁচায় কবুতর দুটিকে রাখবেন। কবুতর ভেদে এই সম্য কম বেশি হতে পারে। তবে বেশির ভাগ কবুতর ই সাত থেকে পনের দিনের মধ্যে জোড় নিয়ে নেয়।

  • দুই- তারপর খেয়াল করবেন মাদি কখন নরের খাঁচায় আসতে চাচ্ছে। যখন এমন সময় হবে তখন মাদিকে নরের খাঁচায় দিয়ে দিতে হবে। নর কবুতর টিও মাদির কাছে আসার জন্য অনেক ডাকাডাকি করবে।

  • তিন- কবুতর কিনে সাথে সাথেই কবুতর আপনার লফটে নিয়ে আসবেন না। জোর দেয়ার পরে মেইন লফট এ আনবেন।

  • চার- যখন আপনি ১০০% নিশ্চিত যে আপনার কবুতর দুটির জোড় নিয়ে নিয়েছে তখন আপনি এদের কে পূর্বের অবস্থাতে নিয়ে যাবেন অর্থাৎ লফট এ নিয়ে যাবেন।



কবুতর জোড় মিলানোর ক্ষেত্রে সচেতনতা-


এখানে নতুন কবুতর আপনার কবুতর এর খামার বা লফট এ ঢুকানোর আগে কিছু সর্তকতা অবশ্যয়ই অবলম্বন করতে হবে। আপনি বাজার বা অন্য কোথাও থেকে কবুতর কিনে এনেই সরাসরি আপনার কবুতর এর ঘরে বা খামার এ রাখবেন না। অনেক সময় বাহির থেকে কিনে আনা কবুতর জিবানু বহন করে। এই রোগে আক্রান্ত কবুতর যদি আপনি আপনার ভালো কবুতর এর সাথে রাখেন তা হলে আপনার ভালো কবুতর ও রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। কবুতর এর এমন অনেক রোগ ই আছে যা ছোঁয়াচে। যেমন- কবুতর এর ক্রিমি, সাল্মোনেলা, কবুতর এর গায়ে পোকা বা মাছি থাকলে তা সহজেই ছড়িয়ে পরে অণ্য কবুতর এ। তাই আপনাকে অবশ্যই এই বিষয় এ সচেতন হতে হবে। তাই নতুন কবুতর কিনে এনে আগে আপনার কবুতর এর খামার থেকে দূরে পাঁচ থেকে সাত দিন রাখতে হবে। যদি এভাবে রাখার পরে আপনার কাছে কবুতর টি সম্পূর্ন সুস্থ মনে হয় তবেই আপনি কবুতর টি আপনার খামার এ ঢুকাবেন। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন সবুজ পায়খানা বা পাতলা পায়খানা করলেই যে কবুতর অসুস্থ এমনটি ভাবা মোটেই ঠিক নয়। কারন আপনি নতুন কবুতর কিনে আনলে কবুতর নতুন জায়গায় আসলে বা কোন কারন এ ভয় পেলে তখন কবুতর কিন্তু সবুজ বা পাতলা পায়খানা করে এবং অনেক সময় ঝিম মেরে বসে ও থাকে। তাই আপনাকে এই বিষয় এ সচেতন হতে হবে কবুতর টি আসলে কোন কারন এর জন্য এমন করছে।


আশাকরি খুব সহজে কিভাবে কবুতরের জোড় কিভাবে মিলাতে হয় বিষয়টি সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ কবুতর এর খেয়াল রাখবেন। ধন্যবাদ। এই বিষয় নিয়ে আরো জানতে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।